রাবি প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন, রমজান, ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ১৬ মে থেকে ছুটি শুরু হবে। ৩৭ দিনব্যাপী এ ছুটি চলবে ২১ জুন পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ কুমার জানান, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে আগামী ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তবে ২০ থেকে ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে। আর বাকি দিনগুলোতে অফিসগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০