কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনে লাল কাপড় মুখে বেঁধে র্যালী ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকরা। নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালন করেন তারা। ব্যানারে লেখা হয় দেশব্যাপি ছাত্র হত্যা, নিপিড়িন ও হয়রানির ঘটনায় প্রতিবাদ র্যালী ও সংহতি সমাবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে লাল ব্যানার নিয়ে র্যালী শুরু করা হয়। র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংহতি সমাবেশ করে শিক্ষকরা। মুখে লাল কাপড় বেঁধে র্যালী ও সমাবেশে অংশ নেন শিক্ষকরা। সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব।
শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করে অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আটক শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিও জানান তিনি।
সমাবেশ সঞ্চালনা করেন আরবী বিভাগের অধ্যাপক ড. মো. ইফতেখারুল আলম মাসুদ। রাষ্ট্রীয় শোকের দিনে লাল কাপড় মুখে বেঁধে র্যালী ও সংহতি সমাবেশের কারণ জানতে চাইলে তিনি বলেন, এ কর্মসূচী আমাদের পুর্ব নির্ধারিত ছিল।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজশাহীতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা কাল ব্যাচ ধরণ করে। পরে সেখানে শোক সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের লাল কাপড় বেঁধে কর্মসূচীতে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও প্রধান ফটকে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের। আর যেহেতু তারা শান্তি পুর্ন কর্মসূচী পালন করতে চেয়েছেন তাই তাদের বাঁধা দেওয়া হয়নি।
বিএ....
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০