রাবি প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে মাস্টাররোল কর্মচারিরা। রোববার (১৫মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অর্ধশতাধিক মাস্টাররোল কর্মচারীরা এ কর্মসূচি করেন।
সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ২৫-২৬ বছর মাস্টাররোল কর্মচারী হিসেবে চাকরি করেও স্থায়ী নিয়োগ পাচ্ছি না। আমরা আর কত দিন আশ্বাসে বসে থাকবো। আমরা অনতিবিলম্বে আমাদের চাকরি স্থায়ীকরণের জোর দাবি জানাচ্ছি।
সহ-সভাপতি কামাল হোসেন বলেন, একজন স্থায়ী কর্মচারী যেমন শ্রম দেন, আমরাও সম পরিমাণ শ্রম দিয়ে তাদের তুলনায় কম বেতন পাচ্ছি। যা দিয়ে আমাদের পরিবার চালানো কষ্টকর হয়ে দাড়িয়েছে।
মানববন্ধনে সংগঠনের সদস্য আল-আমিন বিদ্যুৎ এর সঞ্চালনায় রাকিবুল হাসান রানা, মামুন তালুকদার, শাহীন বাদশা, নুরুল হুদা প্রমুখ বক্তব্য দেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০