রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা ‘বঙ্গবন্ধু: জনক জ্যোতির্ময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচনে গতকাল বেলা ১১ টা ১৫ মিনিটে এ বিশ^বিদ্যালয় সিনেট ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৮ জন গবেষকের লেখা সংযুক্ত হয়েছে গ্রন্থটিতে। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র এর সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি মোখলেসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রফেসর হারুন-অর-রশীদ।
এসময় বক্তব্য রাখেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ^বিদ্যালয় উপাচার্য থাকলেও তিনি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খানকে প্রধান অতিথি ঘোষণা করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘শুধুমাত্র ৪৭ সাল থেকে ৭১ সালের সংগ্রামের মধ্যে দেখলে বঙ্গবন্ধুকে বিচার করা যাবে না। ইতিহাসে বাংলাদেশ নামের কোন স্বাধীন ভূখণ্ড কখনো ছিল না। কোন জাতি ২০ বা ৩০ বছরের মধ্যে সৃষ্টি হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার বছরের বাঙ্গালী জাতি সত্ত্বার উপর ভিত্তি করে। তিনি তার নেতৃত্বের মাধ্যমে হাজার বছরের বাঙ্গালি জাতি সত্ত্বাকে বিকশিত করেছেন। তার রাষ্ট্রভাবনার মূলেই ছিল বাঙ্গালি ও বাঙ্গালীর মুক্তি। এসময় এ বঙ্গবন্ধু গবেষক ৪৭ সালের দেশবিভাগ, ৫২'র ভাষা আন্দোলন, ৬ দফা, স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর রাজনীতির বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন।
ফজলে হোসেন বাদশা তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো এদেশে এদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর আদর্শ থেকে ১ ইঞ্চি সরে যায় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০