রাবি প্রতিনিধিঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সচেতনতামূলক অনলাইন গ্রুপ ‘কথোপকথন’। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামীম শাহরিয়ার, অনন্ত, শারমিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা হয় তাহলে এ ধরণের অপরাধ বন্ধ হয়ে যাবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০