রাবি প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ইংরেজি বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন নারীর পোষাক নয়, আমাদের মানুষরুপী পশুগুলোর মানসিকতাই এর জন্য দায়ী। কারন দেখা যায় একটা ৫ বছরের শিশুও এ দেশে ধর্ষণের শিকার হচ্ছে। আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার ও সচেতনতার মাধ্যমে এ ব্যাধিটাকে সমাজ থেকে নির্মূল করতে হবে। আমাদের এই অসুস্থ সমাজে শুধু নারী বা শিশু নয়, আমরা কেউই নিরাপদ না। বিচারহীনতার সংস্কৃতি সমাজটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এসময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রণয়ন করার দাবি জানান।
একই বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী তমাশ্রী দাশ তার বক্তব্যে বলেন, যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট যে রুল জারি করেছিল সে অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি কমিটি থাকার কথা থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয় নি। অনতিবিলম্বে রাবিসহ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কমটি কার্যকর করার দাবি জানান তিনি।
এসময় শিক্ষার্থীদের হাতে নানা ধরনের প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায় এবং আগামী ১২ এপ্রিল আবারো দেশব্যপী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০