নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের দুই দিনব্যাপী সপ্তম চাকুরি মেলা শুরু আগামী ২৬ ফেব্রæয়ারি। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দু’দিন ব্যাপি অনুষ্ঠানের ১ম দিন সকাল ৯ টায় বিশ^বিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুল চত্বরে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
উদ্বোধনের পর থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চাকরি প্রার্থীরা পছন্দের প্রতিষ্ঠানগুলোতে সিভি জমার সুযোগ পাবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সে বিশ^বিদ্যালয় সকল শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস টু কর্পোরেট, টেক দ্য চান্স টু মেইক দ্য চেঞ্জ, ডেয়ার টু লিড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন জমাকৃত সিভি থেকে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এছাড়া বিশ^বিদ্যালয় ডিনস কমপ্লেক্সে ফ্রিল্যান্সিং স্মার্ট ক্যারিয়ার এন্ড আনএমপ্লইমেন্ট ফ্রি বিডি শীর্ষক সেমিনারসহ বিশ^বিদ্যালয়ের ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে আরইউসিসি কর্পোরেট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এদিন সন্ধ্যায় বিশ^বিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে চাকুরি প্রাপ্তদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদানের মাধ্যমে চাকুরি মেলার পর্দা নামবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.লায়লা আরজুমান বানু, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মনিমুল ইসলাম, সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাওহিদ বিন হাসান, সহ-সাধারণ সম্পাদক নওরিন জান্নাত ঐশি প্রমুখ।
প্রসঙ্গত, বিশ^বিদ্যালয় টুকিটাকি চত্বরে বুথের মাধ্যমে সেমিনার,কুইজ এবং কর্মশালায় যেকেউ অংশগ্রহন করতে পারবে। এমেলায় রাজশাহী এবং জাতীয় পর্যায়ের ২০ টিরও বেশি কোম্পানি অংশ নেবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কèাব ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন আলোচনা সভা, সেমিনার, ওয়ার্কশপ ও জব ফেয়ার এর আয়োজন করে আসছেন। গতবার ৬ষ্ঠ জব ফেয়ারে ১১৫ জন প্রিলিতে অংশগ্রহন করে ২৬ জনের চাকুরি হয়েছিল।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০