রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল(১২ মার্চ) থেকে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা’র যৌথ আয়োজনে ১৪ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাজান আজিজুল হক প্রদর্শনীটির উদ্বোধন করবেন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ- ঢাকা’র সদস্য শিল্পী শিশির মল্লিক।
শিশির মল্লিক আরো জানান, প্রদর্শনীতে চারুকলা অনুষদের ২৭ জন শিক্ষক এবং চট্টগ্রাম চারুশিল্পীর পক্ষ থেকে ৩৯ জন চিত্রশিল্পী অংশ্রগহণ করছেন। এ সময় চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা’র সভাপতি শিল্পী মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, সম্মানিত অতিথি হিসেবে টিএসসিসির পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা’র সদস্য সচিব কাজী গোলাম কিবরিয়া, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এসএম জাহিদ হোসেন, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০