রাবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার ও প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেখানে সর্বস্তরের মানুষ মেধার জোরে এসে তার পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর এই স্বপ্নকে বিনষ্ট করার সর্বশেষ উদাহরণ খুলনা বিশ্ববিদ্যালয়। একজন ক্ষমতান্ধ, ক্ষমতার বিকারগ্রস্থ উপাচার্য যিনি নিখাদ ব্যক্তিগত রাগ, বিদ্বেষ, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনজন শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তরা আগামী সাত ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদেরর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ খুবি’র সিন্ডিকেটকে দ্রুত বাতিলের দাবি এবং উদ্ভুত সমস্যা সমাধানের আগপর্যন্ত খুবির উপাচার্যকে কোনো প্রকার ছাড়পত্র না দেওয়ার আহ্বানও জানান ।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহকারী অধ্যাপক কাজী মামুন; নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ হায়দার প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০