রাবিতে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ছাত্র সমাবেশ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ৫:৫০ পি.এম
রাবিতে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ছাত্র সমাবেশ
রাবি প্রতিনিধি: আবাসিক হল খুলে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান।
সেখানে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত একটি সায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিতে পারছেন না। ঊর্ধতন কর্তৃপক্ষ বলছেন ক্যাম্পাস খুলে দিলে করোনার প্রভাব বেশি হতে পারে কারণ সেখানে যথাযথ স্বাস্থ্য বিধি মানা সম্ভব হবে না। কিন্তু এখন শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছুই স্বাভাবিক। তাই স্বাস্থ্য বিধির অযুহাতে ক্যাম্পাস বন্ধ না রেখে অবিলম্বে ক্যাম্পাস ও হল খুলে দেওয়া হোক।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ দুর্নীতি করেছে, ক্যাম্পাস খুলে দিলে তা নিয়ে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলতে পারে এই ভয়ে প্রশাসন ক্যাম্পাস খুলছে না। তারা ক্যাম্পাস বন্ধ রেখেই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এছাড়া তারা ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দেওয়া, অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন ফেব্রুয়ারি-মার্চের মধ্যে দেওয়া ও আটকে থাকা পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, সিলেবাস কমিয়ে ক্লাস শেষ করা, হল ফি মওকুফ করা এবং শিক্ষার্থীদের সকল ফি ৫০শতাংশ কমানোর দাবী তোলেন।
সমাবেশে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ আমানের সঞ্চলনায় ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, আরবি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০