রাবিতে ইলেকট্রনিক্স ক্লাবের প্রযুক্তি প্রদর্শনী - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০১৮, ৩:৩০ পি.এম
রাবিতে ইলেকট্রনিক্স ক্লাবের প্রযুক্তি প্রদর্শনী
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'ইলেকট্রনিক্স ক্লাবের' আয়োজনে ইলেকট্রনিক ফেয়ার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্টিত এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে নবম-দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী।
এতে বিশ্ববিদ্যালয় স্কুলের ১৬৩ জন শিক্ষার্থী ৩ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। এসময় তারা বিভাগ সভাপতি আরিফুল ইসলাম নাহিদের কাছ থেকে প্রযুক্তি বিষয়ে শিক্ষা নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুনূর রশিদ তালুকদার, অধ্যাপক রেজাউল করিম এবং ড. মামুন-উর-রশিদ খন্দকার প্রমুখ।
প্রদর্শনীতে রেডিও, মাইক্রোপ্রসেসর, টাইপরাইটার, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, লেজার প্রিন্টার ও কম্পিউটার সহ ৮০ টির বেশী নতুন পুরাতন প্রযুক্তি শিক্ষার্থীদেরকে প্রদর্শন করা হয়।
স্কুলের কোমলমতী শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এমন প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে বিভাগটির সভাপতি আরিফুল ইসলাম নাহিদ জানান, "প্রথম দিকের বিভিন্ন প্রযুক্তি যেমন কম্পিউটার, রেজিস্ট্রর, প্রিন্টার ইত্যাদি ইলেক্ট্রনিকস ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের বেসিক জ্ঞান ও অনুপ্রেরণা দেয়ার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তার পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবরূপে প্রযুক্তি সম্পর্কে জানতে ও বুঝতে পারবে।"
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০