রাবিতে আন্তর্জাতিক বিষয়ক অফিস প্রতিষ্ঠা - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২১, ৬:৩৯ পি.এম
রাবিতে আন্তর্জাতিক বিষয়ক অফিস প্রতিষ্ঠা
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠা করা হয়েছে। রবিবার(১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবনে এ অফিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
উক্ত অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় যুগোপযোগী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশেষ পরিচিতি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন এই অফিসটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বেশি পরিচিতি লাভ করবে এবং এটি ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীদের জন্য এক কাঙ্খিত গন্তব্যে পরিণত হবে।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করা, অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দেয়া, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক বিনিময়, তাদের সাথে সমঝোতা স্মারক চুক্তির প্রক্রিয়াকে সহজতর করা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করাসহ আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠা করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০