জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার জন্য তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।
এর আগে গত ৪ জুন বিশুদ্ধ খাদ্য আদালতে ব্লু ড্রিংকসের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা দক্ষিণের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
যার পরিপ্রেক্ষিতে আদালত রাফসানকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ জুলাই ধার্য করেন।
এ বিষয়ে খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান বলেন, এর আগেও অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকসের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে। আদালত সেসব ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এবার একই মামলায় ব্লু ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০