খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে ইতিমধ্যেই গান গেয়ে রেকর্ড হারে শ্রোতা-অনুরাগী তৈরি করে ফেলেছেন রানু। হিমেশের পর সোনু নিগম এবং অস্কারজয়ী সংগীতকার এআর রহমানও তার সঙ্গে গান রেকর্ড করার আগ্রহ দেখিয়েছেন। এবার সেই তালিকার যোগ হলো কুমার শানুর নাম।
সম্প্রতি এক অ্যালবাম উদ্বোধনের অনুষ্ঠানে রানু প্রসঙ্গে কথা বলেন কুমার শানু। অ্যালবাম উদ্বোধনের পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানু মণ্ডল সম্পর্কে কুমার শানু বলেছেন, ‘যদি নতুন গায়ক আসে, আমরা খুশি হই। রানু ভাল কাজ করলে স্বীকৃতি নিশ্চয়ই পাবেন। যদি সঠিক প্রস্তাব পাই, তবে অবশ্যই আমিও তার সঙ্গে গান গাইবো।’
তিনি আরও বলেন, ‘হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু যে গানে রেকর্ড করেছে তা অনেকের মুখেই শুনেছি। তবে এখনো নিজের কানে শোনার সুযোগ হয়নি।’
একটা সময় ছিল যখন পূজা মানেই নতুন গান। সেই ঐতিহ্য এখন আগের থেকে ম্লান হয়ে এলেও পূজার সেই নতুন গানের গন্ধটা কিন্তু ঠিক রয়ে গিয়েছে।
সম্প্রতি আশা অডিও থেকে লঞ্চ হয়েছে কুমার শানুর পূজার গানের অ্যালবাম ‘খেয়ালি দিন’। এতে রয়েছে মোট ৬টি গান। গানের কথা লিখেছেন দেবর্ষি সরকার, রেশমী চক্রবর্তী, কিঞ্জল চট্টোপাধ্যায় প্রমুখ। বেশিরভাগ গানেরই সুর করেছেন শোভন গঙ্গোপাধ্যায়। সেই অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানেই রানু মণ্ডলের সঙ্গে ডুয়েট গাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন শানু।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০