প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২১, ৪:৫৭ পি.এম
রাত পোহালেই তানোর পৌরসভায় ভোটগ্রহণ
তানোর প্রতিনিধি :আসন্ন চতুর্থ ধাপ পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি তানোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভা নির্বাচনে গতকাল রাত ১২ টা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।আর রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ১৩ টি ভোট কেন্দ্র। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনার কাজ ও শেষ করেছেন।এই নির্বাচনে তিনজন মেয়র ১৪ জন সংরক্ষিত ও ৩৪ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ হাজার ৬৬৭ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৮ জন,নারী ভোটার ১২ হাজার ৬২৯ জন।
এরমধ্যে মেয়র পদে লড়াই করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান,এছাড়াও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়াই করছেন সদ্য বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল। নির্বাচনে লড়াই হবে নৌকা ধানের শীষের বলে সাধারণ ভোটাররা জানান।
এনিয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, তানোর পৌরসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে ১৩টি ভোট কেন্দ্র সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোকে আলাদা দৃষ্টিতে রাখা হয়েছে, ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে।
এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে, র্যাব,পুলিশ, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা। এছাড়াও মোবাইল কোড পার্টি পৌর এলাকাজুড়ে কাজ করবে। যাতে করে সাধারণ ভোটারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০