রাত পোহালেই রাজশাহীর মুণ্ডমালা পৌরসভায় ভোট - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২১, ৩:৩০ পি.এম
রাত পোহালেই রাজশাহীর মুণ্ডমালা পৌরসভায় ভোট
তানোর প্রতিনিধি :আসন্ন তৃতীয় ধাপ পৌরসভা নির্বাচন আগামী ৩০ শে জানুয়ারি মুন্ডুমালা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভা নির্বাচনে গতকাল রাত ১২ টা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।আর রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট। ইতিমধ্যে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনার কাজ ও শেষ করেছেন।এই নির্বাচনে তিনজন মেয়র ১৩ জন সংরক্ষিত ও ৩২ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে লড়াই করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির,এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগ প্রতীক নিয়ে লড়াই করছেন সদ্য বহিষ্কৃত মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান। নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে সাধারণ ভোটাররা জানান। এ পৌরসভায় প্রায় ১৮ হাজার ভোটার রয়েছে ।
এনিয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, মুণ্ডমালা পৌরসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে দশটি ভোট কেন্দ্র সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোকে আলাদা দৃষ্টিতে রাখা হয়েছে, ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে, র্যাব,পুলিশ, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা। এছাড়াও মোবাইল কোড পার্টি পৌর এলাকাজুড়ে কাজ করবে। যাতে করে সাধারণ ভোটারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০