ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল ৪টায় রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিকেলে উপজেলা শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
পরে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ সইদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,উপজেলা জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, বর্তমান সভাপতি মোবারক আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণী, সার-বীজ ব্যবসায়ী, কীটনাশক কোম্পানির প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এসময় তিনি বিভিন্ন কন্দাল ফসলের চাষাবাদ ও তার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনদিন ব্যাপি এ মেলার আগামী ১১ এপ্রিল সমাপনী অনুষ্ঠিত হবে ।
বিএ/
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০