খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্তির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষমা চেয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে তারা আদালতে যেতে পারেন।
তিনি বলেন, মন্ত্রী হিসাবে এর দায় নিচ্ছি। যারা আঘাত পেয়েছেন তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।
তিনি বলেন, এ বিষয়ে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ব্যাপকহারে অভিযোগ পেলে তালিকা প্রত্যাহারের চিন্তা করা হবে বলেও জানান তিনি।
আ ক ম মোজ্জাম্মেল হক আরও বলেন, এ তালিকা আমরা তৈরি করিনি। দাবির প্রেক্ষিতে নথিপত্র দেখে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ভুল নাম তালিকাভুক্ত হলে যাচাই-বাছাই করে তা বাদ দেয়া হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০