রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা মার্কার প্রতীক পেলেন সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। তিনি বর্তমানে রাজশাহী জেলা আ'লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।
আগামী সংসদ নির্বাচনে রাজশাহী ৫ থেকে আ'লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুল ওয়াদুদ দারা। তার বাবা পুঠিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ দারা ২০০৮ ও ২০১৪ সালে পুঠিয়া-দুর্গাপুরের আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে মাষ্টার্স পাস করেন।
তিনি জানান, আমি আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি করার পাশাপাশি টিভির টক্ শো'তেও আওয়ামীলীগের পক্ষে কথা বলি। নৌকা প্রতীকে জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০