নিজস্ব প্রতিবেদক :
আপিলে মনোনয়ন ফিরে পাওয়ায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে অধ্যাপক নজরুল ইসলামকে বাদ দিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. নাদিম মোস্তফাকে দলীয় চুড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।এর আগে গত ডিসেম্বর এ্যাড. নাদিম মোস্তফার নির্র্বাচন কমিশনে আপিলের শুনানির আগে রাজশাহী-৫ আসনে জেলা বিএনপির নেতা অধ্যাপক নজরুল ইসলামকে এমপি প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেই
সাথে রাজশাহীর আরো ৫টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়।উল্লেখ্য, গত ২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপি ও তথ্য গোপনের দায়ে এ্যাড. নাদিম মোস্তফাসহ রাজশাহীর আরো দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা। এরপর সেখান থেকে সার্টিফাইড কপি নিয়ে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তারা।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০