নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনে অবশেষে ধানের শীষের প্রার্থী থাকছেন অধ্যাপক নজরুল ইসলাম। হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে চেম্বার জজ আদালতে। আজ সোমবার চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশের ওপর নো অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। এ আদেশের ফলে নাদিম মোস্তফা রাজশাহী-৫ আসন থেকে নির্বাচন করতে পারবেন না। রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২ ডিসেম্বর
যাচাই-বাছাই শেষে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের নাদিম মোস্তফার মনোনয়ন পত্র বাতিল করে। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান। তার আগে প্রথমে দল থেকে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দিয়ে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এরপর আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনিও রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় চুড়ান্ত মনোনয়জন জমা দেন। তার আগে নজরুলও জমা দেন। কিন্ত প্রতীক পান নজরুল ইসলাম। এরপর প্রতীক পেতে হাইকোর্টে আপিল করেন অধ্যাপক নজরুল ইসলাম।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০