রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আবারও আ'লীগের মনোনয়ন চান রাজশাহী জেলা আ'লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
এই এলাকা থেকে ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচন অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি এখনো চার মাস। এরই মধ্যে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন তিনি। প্রতিটি ইউনিয়নে সমাবেশ করে তুলে ধরছেন সরকারের সাফল্য। দলীয় অফিসে বসছেন নিয়মিত। নেতাকর্মীরাও বেশ চাঙ্গা হয়েছে তাকে পেয়ে।
ছাত্রজীবনে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন দারা। তার বাবা আব্দুল আওয়াল ছিলেন পুঠিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বিভিন্ন টিভি টকশোতে অংশ নিয়ে আওয়ামীলীগের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। দুইবার এমপি থাকায় নেতাকর্মীদের মাঝে বেশ জনপ্রিয় তিনি।
পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম বলেন, আব্দুল ওয়াদুদ দারা এমপি থাকাকালীন এলাকার উন্নয়ন করেছেন। জনগনের মাঝেও বেশ পরিচিত তিনি। স্হানীয় নেতাকর্মীরা চায় দারা সাহেব আবার নৌকা মার্কায় মনোনয়ন পেয়ে এই এলাকার জনগণের সুখ দুঃখের সাথী হোক।
জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, পুঠিয়া- দুর্গাপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সংঘটিত করেছি। আবার মনোনয়ন চাইব। স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছে। নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছি।
তিনি আরও বলেন, পুঠিয়া-দুর্গাপুরের এমপি ছিলাম দুইবার। অনেক উন্নয়ন করেছি। জনগন আমার সাথে আছে। মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০