রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার রাত পৌনে এগারোটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় তার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন। তিনি জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। সকালে তার গ্রামের বাড়িতে যাবেন। এ বিষয়ে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।
স্থানীরা সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় রাজশাহী-৫ আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি সাথে সাথে জানতে পারায় বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। তবে এতে কেউ আহত হয়নি।
রাজশাহী পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান জানান, আমরা বিষয়টি শুনেছি। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০