আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৃণমূল আওয়ামী লীগের কাণ্ডারি ও তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজশাহী ৪ আসনের বর্তমান সংসদ সদস্য এনামূল হক আবারও নৌকার মনোনয়ন পাবেন বলে জোর আলোচনা ছিল। তবে তৃণমূলের জনপ্রিয়তা নিয়ে সমানভাবে আলোচনায় ছিলেন নতুন মুখ মেয়র আবুল কালাম আজাদ । শেষ পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তার মনোনয়নের খবরে এলাকায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাগমারা উপজেলার তৃণমূল আওয়ামী লীগের কাণ্ডারি আবুল কালাম আজাদ ছোটবেলা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাথে অতঃপত ভাবে জড়িত ছিলেন । বিএনপির দুঃশাসনের সময় সে রাজশাহী কলেজে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে রাবি থেকে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরে তাহেরপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন । সে সময় দলীয় মেয়র পদে টিকিট না পেয়ে এলাকাবাসীর অনুপ্রেরণায় স্বতন্ত্র থেকে ভোট করেন এবং মেয়র নির্বাচিত হন। তিনি সফলতার সাথে ব্যাপক তিনতিন বার মেয়রের পদ ধরে রাখেন। ২০১৮ সালে রাজশাহী-৪ আসনে এমপি ইলেকশনে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন দুর্ভাগ্যবশত মনোনয়ন না পেলেও এবার জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগকে মূল্যায়ন করবে বলে কথা দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে এবার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নৌকার মাঝি হিসেবে পেয়ে গর্বিত বাগমারা বাসী।
এছাড়া রাজশাহীর অন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (সদর) আসনে নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চতুর্থবারের মত নৌকার টিকিট পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এদের মধ্যে মোহাম্মাদ আলী কামাল,আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ প্রথম বারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০