নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ আসন (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। পবার নওহাটায় গভীর রাতে ধানের শীষের কার্যালয় ভাংচুর করা হয়। নগর বিএনপির কার্যালয় থেকে দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগ করা হয়, ২২ ডিসেম্বর বেলা ২ টায় পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কাদেরকে কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই ধানের শীষ প্রতীকের সমর্থক হওয়ায় গ্রেফতার করেছে থানা পুলিশ। কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের দায়িত্বরত সাকোয়া গ্রামের ইউনুছের ছেলে এহসান কে গতরাত (২১ ডিসেম্বর) আনুমানিক ৮ ঘটিকায়
ছুরিকাঘাত করে নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী ২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী ৩ আসনে ধানের শীষের প্রার্থী, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন সহ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসব ঘটনার জন্য গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০