দেশব্যাপি নিদর্লীয় নিরপেক্ষ নির্বাচন ও ভোট চুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সমাবেশের ১ দিন আগেই সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব কোন ঘোষণা ছাড়াই দূরপাল্লার বাস বন্ধ থাকায় সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। তবে বিআরটিসি বাস চলাচল করছে। বিএনপির নেতারা বলছেন, ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে লোক সমাগম ঠেকাতে পূর্ব পরিকল্পিতভাবে বাস বন্ধ করে দেয়া হয়েছে। যদিও বাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। তারা বলছেন, বগুড়য়া বাস শ্রমিককে মারধর করার প্রতিবাদে বাস বন্ধ রয়েছে। এর আগে খুলনার সমাবেশের আগেও বাস বন্ধ ছিল। সোমবার সকাল থেকেই নগরীর শিরোইল এলাকার বাস কাউন্টারগুলো বন্ধ দেখতে পাওয়া যায়। অনেক যাত্রীকেই কাউন্টারে এসে ঘুরে দেখা গেছে।
জানা গেছে, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ ২ মার্চ। ২২ তারিখে জায়গার জন্য আবেদন করলেও পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি দেয়া হয়নি। এরমধ্যে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে যেকোন মূল্যে রাজশাহী মহানগরীতে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে। তার আগেই সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিএনপির নগর সভাপকি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশে যাতে লোকজন আসতে না পারে সেজন্য বাস আগেই বন্ধ করে দেয়া হয়েছে। খুলনাতেও তাই করা হয়েছিল। কিন্ত লোক সমাগম বন্ধ হয়নি। সেটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। বাস বন্ধ থাকলেও রাজশাহীর সমাবেশ লোকে লোকারণ্য হয়ে হয়ে যাবে।
এদিকে, সোমবার সকাল থেকে বাস বন্ধ থাকায় অনেকে জরুরী কাজে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে আবার বিকল্প পদ্ধতিতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
বাস বন্ধ থাকায় ট্রেনের উপর কিছুটা চাপ বেড়েছে। অন্যান্য ছোট ছোট যানবাহনেও মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে। অনেকেই রিক্সায় অটোরিক্সা ও টেম্পুতে চড়ে নিজ গন্তব্যে যাচ্ছেন। রাহিম নামের একব্যক্তি বলেন, কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়েছি। আমার মতো অনেকেই এ সমস্যার মধ্যে পড়েছেন। এটা ঠিক নয়। আব্দুল্লাহ নামের অপর একব্যক্তি বলেন, যাওয়া খুব জরুরী। কিন্ত কিভাবে যাবো বুঝতে পারছিনা। কথায় কথায় যানবাহন বন্ধ করে দিয়ে মানুষকে জিম্মি করা হচ্ছে। এর পরিবর্তন হওয়া দরকার। বাস বন্ধ থাকায় অন্যদিনের তুলনায় এদিন নগরীতে লোক সমাগমও অনেক কম ছিল।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০