নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার খরচাপা সীমান্ত থেকে নদীতে মাছ ধরার সময় ৪/৫ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে কোন এক সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর রাজশাহী বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী জেলেদের নাম জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর ১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্নেল
ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার বেলা ১১ থেকে ১২টার মধ্যে নদীতে মাছ ধরা অবস্থায় ৪ থেকে ৫ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি শোনার পর পতাকা বৈঠক আহবান করা হয়েছে। শনিবার পতাকা বৈঠক হলে কি কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা জানা যাবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০