নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্তে অস্ত্র ও মাদক পাচারকারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে জেলার পবা উপজেলার পশ্চিম বাথানবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।পাচারবিরোধী এ অভিযানে বিজিবি-১ ব্যাটালিয়নের একটি দল অংশ নেয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। শনিবার সকালে তিনিই গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিজিবির ওই কর্মকর্তা জানান, সীমান্ত পথে অস্ত্র ও মাদক পাচার করে আনা হবে- এমন খবরে তারাও অস্ত্র, গোলাবারুদ, বাইনোকুলার, নাইট ভিশন গগলস এবং বুলেটপ্রুফ জ্যাকেটসহ পূর্ণপ্রস্তুতি নেয়।
এরপর তারা পদ্মা নদী অতিক্রম করে বিজিবির চর মাজারদিয়াঢ় সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার ৫৬/২-১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পশ্চিম বাথানবাড়ি নামক স্থানে অবস্থান নেন।
এছাড়াও আভিযানে থাকা দলটিকে সহায়তা দিতে পদ্মা নদীর পূর্বপাড়ে ছয়টি ও পশ্চিম পাড়ে তিনটি বিশেষ টহল দল প্রস্তুত রাখা হয়। ব্যাটালিয়ন সদরেও প্রস্তুত থাকে ১৫ সদস্যের একটি টহল দল।
রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একটি পাচারকারি দল ভারত থেকে অস্ত্র ও মাদক নিয়ে আসার সময় পশ্চিম বাথানবাড়ি এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দলটিকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে।
এ সময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষায় গুলি করে। এ সময় পাচারকারিরা ম্যাগাজিনসহ অস্ত্র, গুলি এবং ফেনসিডিল ফেলে ফায়ার করতে করতে পালিয়ে যায়।
টহল দল তাদের ধাওয়া করলেও পাচারকারিরা ভারতের ভেতরে ঢুকে পড়ায় বিজিবি আর সামনে এগোয়নি।
লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাচারকারিদের ফেলে যাওয়া তিনটি ম্যাগাজিন, আমেরিকার তৈরি দুটি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এগুলো পবার দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় বিজিবির পক্ষ থেকে আলাদা দুটি মামলাও দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০