নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্তে ভারতীয় ৭২০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলার দামকুড়া থানাধীন চর মাজারদিয়া খেয়াঘাট নামক এলাকা থেকে ইয়াবা জব্দ করা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাজশাহী’র অধীনস্থ চর মাজারদিয়ার বিওপি’র নায়েব সুবেদার আব্দুস সামাদ এর সাথে ৪ জনের একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার
দামকুড়া থানাধীন চর মাজারদিয়া খেয়াঘাট নামক স্থানে টহল পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৬,০০০ টাকা। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০