রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনা আবেদীন পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে তিনি পদত্যাগ করেন। অভিযোগ উঠেছে সাবেক এই অধ্যক্ষ ঘরে বসেই কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। তার সই করা একাদশ শেনীর স্থগিতকৃত বার্ষিক পরীক্ষার একটি বিজ্ঞপ্তির কপি প্রতিবেদকের হাতে এসেছে। এমন ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহফুজুর রহমান আফনান নামের এক শিক্ষার্থী বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৭৫২ তারিখ ১৯/০৮/২০২৪ ইং
জানা গেছে, রাজশাহী সরকারি সিটি কলেজের বেশকিছু শিক্ষার্থী গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে জড়ো হন। তারা কলেজ অধ্যক্ষের কাছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার আবেদন নিয়ে আসেন। সে আবেদনে সই করেন অধ্যক্ষ। এরপর কলেজ শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১২টার দিকে তারা অধ্যক্ষকে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ আমিনা আবেদীন পদত্যাগ ও বদলির আবেদনে স্বাক্ষর করেন।
জানতে চাইলে সাবেক অধ্যক্ষ আমিনা আবেদীনের মুঠোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০