নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক পদে তানজিমুল হক নির্বচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী সৌরভ হাবিব পেয়েছেন ২৭ ভোট। তানজিমুল হক জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরো ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এর আগে শনিবার সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
উপ-নির্বাচন সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের দু’জনকেই বৈধ বলে ঘোষণা করা হয়। পরে তারা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন। উল্লেখ্য, এর আগে সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ইলিয়াস আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্ত জটিলতার কারণে পদত্যাগ করায় শুধু সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিনন্দন ও শুভেচ্ছা :
তানজিমুল হক সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুসহ প্রতিষ্ঠানটির পুরো পরিবার। একজন ভাল সাংবাদিককে ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভোটারদেরও ধন্যবাদ জানানো হয়।
খবর ২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০