নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজের পুনঃভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। তিনি ৩৭টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন অর রশিদ পেয়েছেন ৩১ ভোট। মোট ভোটার ছিল ৬৯ জন। আজ শনিবার সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. এফ এম এ জাহিদ। এর আগে নির্বাচন হলেও সভাপতি পদে দুইজন সমান ভোট পায়। এ কারণে আবার আজ পুনঃভোট হয়।
এদিকে, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতিসহ পুরো কমিটিকে খবর ২৪ ঘন্টা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে ও সুষ্ঠু সাংবাদিকতা ফিরিয়ে আনতে কাজ করবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০