২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার পর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০