নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাশের হার ৭৬ দশমিক ৩৮। মোট পাশ করেছে ১ লাখ ১৩৫৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করে প্রফেসর ড. আনারুল হক প্রামানিক। তিনি জানান, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন। এরমধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী। ছাত্র সংখ্যা ৮০ হাজার ৮২২ জন ও ছাত্রী সংখ্যা ৬৭ হাজার ৮৫০ জন। ছাত্র পাশের হার ৭২ দশমিক ৩২
ও ছাত্রী পাশের হার ২১ দশমিক ২১ শতাংশ। ৩ হাজার ৫৪১ জন ছাত্র ও ৩ হাজার ১৮৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন। এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ২৬ হাজার ৮২৮ জন। ৭টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাশ করেনি। ৩৪ টি কলেজ থেকে ১০০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। ৭৫৮টি কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১১৮ জন, ২০১৭ সালে ৫ হাজার ২৯৪ জন এবং ২০১৬ সালে ৬ হাজার ৭৩ জন ও ২০১৫ সালে ৫ হাজার ২৫০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০