নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেল স্টেশনে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ নারীকে আটক করেছে র্যাব-৫। আটককৃত নারীরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধিন কোর্ট স্টেশন এলাকার মৃত মুরশেদ আলীর স্ত্রী শহর বানু (৬০), নগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া এলাকার জুলমত আলীর স্ত্রী সালেহা (৪৮) ও মোহনপুর থানাধিন চককৃষ্ণপুর এলাকার আবুলের স্ত্রী জাহানারা বেগম (৫৫)। ২৮ মে দিবাগত বাত পৌনে ১১ টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে তাদের আটক করে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ী ট্রেনে
করে ভারতীয় প্রসাধনীগুলো অবৈধ পথে নিয়ে আসাছিলো রাজশাহীর কালোবাজারে বিক্রির জন্য। এ সময় র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নের্তৃতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে বিপুল পরিমান ভরতীয় পারফিউম, মেয়েদের মাথার তেল, হাতের মেহেদী ও সাবানসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০