নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী রেল স্টেশনে আজ ২৯ মে থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা গতকাল মঙ্গলবার ২৮ মে রাত থেকে রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের অগ্রিম ফিরতি টিকিট ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি করা হবে। যা দিয়ে ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত ভ্রমণ করা যাবে। একজন
ব্যক্তি একসাথে চারটি টিকিট ক্রয় করতে পারবে। আজ ২৯ মে সকাল ৯টার টিকিট কেনার জন্য টিকিট প্রত্যাশীরা মঙ্গলবার রাত থেকেই কাউন্টারের সামনে অবস্থান নেয়। অনেককে আবার চেয়ার নিয়ে লাইনে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার দাঁড়িয়ে থাকতে না পেরে লাইনেই শুয়ে পড়ে। মেয়েদের লাইনেও অগ্রিম টিকিটের জন্য সিরিয়াল দেখা যায়। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র্যাব-৫ এর পক্ষ থেকে রেল স্টেশনে সাদা পোশাকে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০