নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। অপরাধ পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সিং-এ সংযুক্ত হোন রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ। সভার
শুরুতে সভাপতি মহোদয় প্রাণ ঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে দেশপ্রেমিক শহিদ পুলিশ সদস্যগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আক্রান্ত পুলিশ সদস্যগণের সার্বিক সুস্থতা কামনা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারগণের ভূয়সী প্রশংসা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় উক্ত সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, এ সময় আরো উপস্থিত ছিলেন, মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০