রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৯ (অক্টোবর) রবিবার রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড় ও রাজিব চত্তরের মাঝামাঝি আনুমানিক ১১ টা ৪৫ টার সময় তাকে হত্যা করা হয়। অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
আত্মীয় স্বজন দাবি করেন, এটি একটি পরিকল্পত হত্যাকান্ড, কেননা খুনিরা তাঁর হাতে থাকা দামি ফোন বা টাকা পয়সা কোন কিছুই নিয়ে যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করেছেন।
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০