নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের গবর্নিং বডির সভাপতি শিরিন সুফিয়া খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন, রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা মাসতুরা খানম।
বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত। আরো বক্তব্য রাখেন, গভনিং বডির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান খান ও গভর্নিং বডির সদস্য জিএম মাহবুব রহমান। অনুষ্ঠানে মাস্টার্স শেষ বর্ষের ছাত্রীদের বিদায় ও অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের বরণ করে নেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০