রাজশাহী মহানগরীর রাণীনগর (হাদীরমোড়) এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার সিটি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পিয়ারুল ইসলাম পিরু (৪০)। তিনি ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
নিহত পিয়ারুলের লাশ উদ্ধার করে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে শিমুল(২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে রয়েছে পুলিশ।
পাশাপাশি ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে অপরাধ দমন ইউনিটের (সিআইডি) একটি দল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০