রাজশাহী মাহনগর শ্রমিক দলের সভাপতি ইশার উদ্দিন ইশা (৬৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর সপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত
রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এদিকে, তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, স্ট্রোক করে তিনি রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০