সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ সেলিম আহম্মেদ চুনি বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ২১ নং ওয়ার্ড সাগড়পাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ( ইন্না-----রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২কন্যা, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক
মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু,, জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুন্নাহার কাজী হেনাসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০