বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল সোমবার (২২ আগস্ট) থেকে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিল করা হবে। এরই ধারাবাহিকতায় আজ রোববার রাতে রাজশাহী মহানগর বিএনপি মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা তিনি মহানগরীর চারটি থানার কর্মসূচী ঘোষনা করেন। সেইসাথে প্রতিটি কর্মসূচীকে সফল করতে মহানগরের নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।
সারাদেশে জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সোমবার(২২ আগস্ট) বোয়ালিয়া থানা বিএনপি, আগামী ২৩ আগস্ট মঙ্গলবার মতিহার থানা বিএনপি, ২৪ আগস্ট বুধবার রাজপাড়া থানা বিএনপি ও ২৬ আগস্ট শুক্রবার শাহ্ মখ্দুম থানা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
কর্মসূচী সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, যুগ্ম আহ্বায়ক বজলুল হক, দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম শাফিক এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০