নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমীর ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর তেরখাদিয়ায় অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোহাম্মদ রেজাউল করিম ও রাবি শিক্ষক শাহ হোসাইন আহমদ মেহেদি এবং জেলা জামায়াত নেতা কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকাবাসী।
জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য, বুধবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দ্ইু ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ সময় ধরে রাজশাহী মহানগর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০