নিজস্ব প্রতিবেদক :
ওয়ারেন্টভুক্ত মামলায় মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুর্ত্তজা ফামিমকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ারেন্ট থাকায় তাকে গত সোমবার রাত পৌনে ১২টার দিকে নগরীর সাহেব বাজার এলাকা থেকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, আদালত থেকে তার নামে একটি মামলায় পরোয়ানা ছিল। তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে। বিএনপি ছাত্রদল বলে তাকে গ্রেফতার করা হয়নি। তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, ছাত্রদল নেতা মুর্ত্তজা ফামিমকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে
রাজশাহী মহানগর ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। সংবাদ জানানো হয়, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিমকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ইলিয়াস বিন কাশেম, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, সহ-সভাপতি সারওয়ার জাহান শিবলী,
গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদ সহ মহানগর ও মহানগর অন্তধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান,থানা, ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল, আটক সকল রাজবন্দিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ”গায়েবী” মামলা প্রত্যাহার সহ তাদের অবিলম্বে মুক্তি না দেয়া হলে, সাধারণ ছাত্রজনতাদের নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০