নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের পর এবার মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাড়ী ভাংচুর করেছে থানা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর রামচন্দ্রপুরস্থ ছাত্রদল নেতা জনির বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রদল সভাপতি জনি বাড়ীতে ছিলেন না।
ছাত্রদল নেতা জনির পরিবার জানায়, দুপুর তিনটার দিকে কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮/১০ জন যুবক জনির বাড়ীতে আসে এবং এলোপাথারী ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা বাড়ীর ভেতরে প্রবেশ করতে না পেরে দুটি জানালার কাচ ভাংচুর করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ীর সদস্যরা আতংকিত হয়ে পড়েন। সংবাদ পেয়ে ঘটনার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান। এর আগে থানা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও তালা ঝুলিয়ে দেয়।
রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতি জনির সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেন নি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০