নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত থানা ও তিন কলেজ কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট রাজশাহী মহানগরের অধীনস্থ ৬টি থানা ও তিনটি কলেজ কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটি কেন্দ্রীয়
ছাত্র সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাময়িক স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ৬টি থানা ও তিনটি কলেজের নয়া কমিটিতে স্থান না হওয়া নেতাকর্মীরা গতকাল রোববার নগর বিএনপির কার্যালয়ে তালা দেয়। এরপর সোমবার আবার সেই নেতাকর্মীরা নগর বিএনপির কার্যালয় ভাংচুর করে। এরপরেই এ কমিটি সাময়িক স্থগিত করার ঘোষণা দেওয়া হলো।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০