রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে এক আসামি টয়লেটে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই আসামির নাম রবিন (২৩)। রবিন একজন ছিনতাইকারী। সে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাধুর মোড় এলাকার মৃত মোস্তফার ছেলে। তাকে হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার ডিবি উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, এপ্রিল মাসে ৩ তারিখ নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোত্তাকিনের স্ত্রী ডিবি অফিসে অভিযোগ করে যে, বাড়ি থেকে রিক্সাযোগে বাজারে যাওয়ার পথে মহিষবাথান ঈদগাহের কাছে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে কাছে থাকা মাড়ে ৫ হাজার টাকা ও তার ছেলের একটি স্মার্টফোন কেড়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি দল অভিযান চালিয়ে
রবিনকে আটক করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়। মঙ্গলবার আসামীকে আদালতে প্রেরণ করার জন্য হাজতখানায় রাখা হলে দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকারী রবিন টয়লেটে যাবে বলে জানালে প্রহরি তাকে সেখানে নিয়ে যায়। এর ৩ মিনিট পর বের হলে আবার তাকে হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর সে অসুস্থবোধ করলে পুলিশকে জানায়, যে সে হারপিক খেয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন ভালো রয়েছে। তার নামে নগরীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় সে চিকিৎসাধীন রয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০