সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আ’লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী পহেলা মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পাকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পহেলা মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে সবাই একমত হয়েছেন।
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ বর্তমানে একটা শক্তিশালী জায়গায় পৌছে গেছে। এটিকে আমরা ধরে
রাখতে চাই। আগামী সম্মেলনের মাধ্যমে দল আরো শক্তিশালী হবে। সম্মেলনের পর আমরা সেটি আরো ভালোভাবে জানান দিবো। বর্ধিত সভায় বক্তব্য দেন মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল মান্নান, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহুসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃমূলের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বর্ধিত সভায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সন্তান এ.এইচ.এম এহ্সানুজ্জামান স্বপন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল,
মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, শাহাদত হোসনে, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসনে, নাইমুল হুদা রানা, সাংগঠিনক সম্পাদক এ্যাড. আসলাম সরকারসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি মিরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতুসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০