নিজস্ব প্রতিবেদক : শিক্ষানগরী ন্যামে খ্যাত রাজশাহী মহানগরীতে ৫০০ ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার নগরীতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ৫৪০ জন। আর জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৭৮৫ জন। এদিন রাজশাহীতে তিন চিকিৎসকসহ ১ দিনে সর্বোচ্চ পূর্বের রেকর্ড ভেঙ্গে ১০৬ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে বেশিরভাগ রোগী রাজশাহী মহানগরীর। জেলায় ৯টি উপজেলা ও ১৪ টি পৌরসভায় রোগী রয়েছে ২৪০ জন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৬২ জন করোনা পজিটিভ হয়। এর সব রোগী রাজশাহী মহানগরীতে অবস্থান করছে। এরমধ্যে চিকিৎসক, পুলিশ সদস্য হাসপাতালের সহকারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন,
রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বৃহস্পতিবার যারা করোনা পজিটিভ হয়েছেন তারা হলেন, ডা. শামসুজ্জামান, ডা. রুহুল আমির, নাসরিন, আব্দুল লতিফ, রফিকুল, রতন কুমার, ডা. সিফাত, সাদিকুল, রিভা পারভিন, মাহবুব, জয়, ফিরোজা, জলি, একেএম বাকি, আমিনুল, মেঘনাথ সাহা, আলি, নাহার, রাসেল, ইয়াসমিন, খাদিজা, স্বপ্না, সারা, কামরুন্নেসা, সওগতা, সুবাস, মিজানুর, তানজিলা, টুম্পা, ডিভাত, উজ্জ্বল, আসাদুজ্জামান, শাহানা, আক্কাশ, বাসল, বকুল, নিলকান্ত, রাকিবুল, মনিরুল, মজিবর,
শিউলি, দিলরুবা, গোলাম কাউসার, রুহুল, মকবুল, সাইদুর, চান, পরিতোষ, আবুল, দেলোয়ার, শহিদুল, জান্নাতুল মাওয়া, মৌসুমি, মাহবুব, এহসান, মারুফ, বাদশা, রোকসানা, রাফি ও ইমাম উদ্দিন। বাকিদের নাম জানা যায়নি। জেলায় আক্রান্ত হওয়া ৭৮৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫৪০ জন, বাঘা উপজেলায় ২০ জন, চারঘাট উপজেলায় ২৮ জন, পুঠিয়া উপজেলায় ১৪ জন, দুর্গাপুর উপজেলায় ১২ জন, বাগমারা উপজেলায় ৩১ জন, মোহনপুর উপজেলায় ৪১ জন, তানোর উপজেলায় ৩৭ জন, পবা উপজেলায় ৫২ জন ও গোদাগাড়ী উপজেলায় ১০ জন রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০